SARC (WB) https://sarc.org.in South Asia Radio Club, West Bengal. Sun, 12 Nov 2023 00:13:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5 https://sarc.org.in/wp-content/uploads/2023/11/cropped-cropped-sarc-logo-1-32x32.jpg SARC (WB) https://sarc.org.in 32 32 The 26th anniversary of the South Asia Radio Club (SARC) was celebrated in Kolkata | কলকাতায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত | https://sarc.org.in/2023/11/05/26th-anniversary/ https://sarc.org.in/2023/11/05/26th-anniversary/#respond Sun, 05 Nov 2023 00:21:00 +0000 https://sarc.org.in/?p=1

The 26th anniversary of South Asia Radio Club (SAARC) Bangladesh, the international award-winning radio listeners’ organization, was celebrated in Kolkata, the capital of West Bengal, India. | ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক একাধিক পদকপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

On 29 October 2023, Sunday at 10 am, the South Asia Radio Club (SARC), West Bengal Branch, India organized the 26th Anniversary of South Asia Radio Club (SARC) in a joyful and charming atmosphere at the M. P. Birla Taramandal or Birla Planetarium’s (Astronomy Center and Museum) Conference Hall. | ২৯ অক্টোবর ২০২৩, রবিবার সকাল ১০টায় পশ্চিমবঙ্গ কলকাতার এম.পি. বিড়লা তারামণ্ডল বা বিড়লা প্ল্যানেটরিয়াম (মহাকাশচর্চা কেন্দ্র ও জাদুঘর) কনফারেন্স হলে এক আনন্দঘন মনোমুগ্ধকর পরিবেশে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ শাখা, ভারত।

The seminar was organized on the occasion of the foundation anniversary under the chairmanship of the club president and founder of the Ham Convention Mr. Mohammed Ariff (VU2HRF). President of Calcutta Press Club, renowned media personality Mr. Snehashis Sur spoke as the chief guest. | প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে ক্লাব সভাপতি ও হ্যাম কনভেনশনের প্রতিষ্ঠাতা শ্রী মহম্মদ আরিফের (VU2HRF) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব শ্রী স্নেহাশিস সুর।

Father P. J. Joseph, former director and director of cinematography, Radio Veritas Asia (RVA) Kolkata, and Mr. Subrat Kumar Pati, director of Radio Bhubaneswar and Radio Outreach 90.8 FM, convenor of the annual Outreach International Radio Fair and executive secretary of Odisha Community Radio Association spoke as special guests of honour. | বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডিও ভেরিতাস এশিয়া (আরভিএ) কলকাতার সাবেক পরিচালক ও চিত্রবাণীর পরিচালক শ্রী ফাদার পি জে জোসেফ এবং রেডিও ভুবনেশ্বর ও রেডিও আউটরিচ 90.8 এফএম-এর ডিরেক্টর, বার্ষিক আউটরিচ ইন্টারন্যাশনাল রেডিও ফেয়ারের আহবায়ক ও ওডিশার কমিউনিটি রেডিও অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক শ্রী সুব্রত কুমার পাতি।

On the occasion of the anniversary celebration, the chief advisor of the central club and the former director of Bangladesh Betar sent a video message from Bangladesh. Mir Shah Alam and club founder chairman and ham radio activist Didarul Iqbal (S21DAL). | প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ থেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম এবং ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL)।

The discussion began with an introduction to the club’s history, international achievements and aims and objectives. Mr. Siddharth Bhattacharya spoke with the aim of creating new listeners and DXers and encouraging students in DXing activities, Mr. Surjit Kr Dey (VU2SKD), President of Bengal Amateur Radio Society, spoke about Amateur Radio (Ham Radio). | আলোচনা সভার শুরুতে ক্লাবের ইতিহাস, আন্তর্জাতিক অর্জন এবং লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। নতুন নতুন শ্রোতা ও ডিএক্সার সৃষ্টির লক্ষ্যে এবং ডিএক্সিং কার্যক্রমে শিক্ষার্থীদের উৎসাহিত করতে বক্তব্য রাখেন শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্য, এ্যামেচার রেডিও (হ্যাম রেডিও) নিয়ে বক্তব্য রাখেন বেঙ্গল অ্যামেচার রেডিও সোসাইটির সভাপতি শ্রী সুরজিৎ কে. দে (VU2SKD)।

Among the sponsor representatives present were Mr. Saboyasachi Shome, Regional Sales Manager, Tata AIG General Insurance, and Ms. Ramsha Tuba (VU3RTY), Education Consultant of Artifex Education Guidance Center (ACC of Asian International University and Sikkim Skill University). | এসময় উপস্থিত ছিলেন, স্পন্সর প্রতিনিধিদের মধ্যে টাটা এআইজি জেনারেল ইন্স্যুরেন্সের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক শ্রী সব্যসাচী শোম, আর্টিফেক্স এডুকেশন গাইডেন্স সেন্টার (এশিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসিসি) এবং সিকিম স্কিল ইউনিভার্সিটির শিক্ষা পরামর্শদাতা রামশা তুবা (VU3RTY)।

South Asia Radio Club (SARC), West Bengal branch Governing Council Members,DXers from various provinces and districts of India along with representatives of Bangladesh DXer Bidhan Chandra Tikader and Kanan Rani Tikader and others were present. | সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ শাখা, ভারতের নেতৃবৃন্দ, ভারতের বিভিন্ন প্রদেশ ও জেলা থেকে আগত ডিএক্সার সহ বাংলাদেশের প্রতিনিধি ডিএক্সার বিধান চন্দ্র টিকাদার ও শ্রোতা কানন রানী টিকাদার প্রমুখ।

The Chief Guest inaugurated the website and FM Internet Radio of South Asia Radio Club (SARC), West Bengal Branch at the function organized at Birla Planetarium, Asia’s largest and world’s second-largest. Apart from this, the honored guests handed over a digital radio to a prize-winning listener through a lucky draw. All the delegates attending the event were given a kit which included crest, certificate, ID card, file, pen, pad, eyeball QSL card, lottery coupon, schedule of events, SARC introduction-aims and objectives, photo of West Bengal Executive members, membership form. , sponsor leaflets, etc., The event concluded with a vote of thanks by Mr. Mohammed Ariff, President of SARC West Bengal, followed by lunch and a group photograph. | এশিয়ার বৃহত্তম ও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিড়লা প্ল্যানেটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- পশ্চিমবঙ্গ শাখার ওয়েবসাইট এবং এফএম ইন্টারনেট রেডিওর উদ্বোধন করেন। এছাড়া লাকী ড্র এর মাধ্যমে পুরস্কার বিজয়ী একজন শ্রোতার হাতে ডিজিটাল রেডিও তুলে দেন সম্মানিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে আগত সকল ডেলিগেটদের একটি করে কিট দেওয়া হয় যার মধ্যে ছিলো ক্রেস্ট, সার্টিফিকেট, আইডি কার্ড, ফাইল, কলম, প্যাড, আইবল কিউএসএল কার্ড, লটারী কুপন, অনুষ্ঠান সূচি, সার্ক পরিচিতি-লক্ষ্য ও উদ্দেশ্য, পশ্চিমবঙ্গ শাখার কার্যনির্বাহী সদস্যদের ছবি, সদস্য ফরম, স্পন্সর লিফলেট ইত্যাদি। সার্ক পশ্চিমবঙ্গের সভাপতি শ্রী মহম্মদ আরিফের ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য, মধ্যাহ্ন ভোজ ও গ্রুপ ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি হয়।

After the seminar, the Chief Guest and Guests of Honour cut the cake marking the 26th anniversary celebration of South Asia Radio Club (SARC). | সেমিনার শেষে প্রধান অতিথি ও সম্মানিত অতিথিরা সাউথ এশিয়া রেডিও ক্লাবের (সার্ক) ২৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটেন।

It is to be noted that the then World Radio DX Listeners Club which is now known as South Asia Radio Club (SARC) was established on October 1, 1997, in the port city of Chittagong. This club, apart from creating a bridge between radio stations and listeners of the country and abroad, plays an important role in promoting the culture of Bangladesh to the outside world and developing friendly relations with the respective countries. | উল্লেখ্য, ১৯৯৭ সালের ১লা অক্টোবর বন্দর নগরী চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় তৎকালীন ওয়ার্ল্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব যা আজকের সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) নামে পরিচিত। এই ক্লাবের মাধ্যমে দেশ-বিদেশের বেতার এবং শ্রোতাদের মধ্যে সেতুবন্ধন তৈরী ছাড়াও বর্হিবিশ্বে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরা ও সংশ্লিষ্ট দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

]]>
https://sarc.org.in/2023/11/05/26th-anniversary/feed/ 0